কুড়মি জাতীকে ST সম্প্রদায় থেকে বঞ্চিত করার প্রতিবাদে কালা দিবস পালন করলো পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজ । ১৯৫০ সালের ৬ সেপ্টেম্বর তারিখে তৎকালীন কেন্দ্রীয় সরকার কুড়মি সম্প্রদায়কে ST তালিকায় অন্তর্ভুক্তি থেকে বঞ্চিত করে । তারই প্রতিবাদে আজকের দিনই কালা দিবস হিসেবে পালন করলেন তারা । শনিবার কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে ব্যানার পোস্টার হাতে নিয়ে পুরুলিয়া শহর জুড়ে কালা দিবস মিছিল করেন তারা ।