পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ভাদুতলা রেলগেটের দুদিকের রাস্তায় নিত্যযাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। রাস্তাজুড়ে বড় বড় গর্ত ও খানাখন্দে ভরা, দীর্ঘদিন ধরেই এই অবস্থায় রয়েছে রাস্তা, যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। গর্তগুলিতে জল জমে গিয়ে দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।