এক আসাম সম্প্রীতির আসাম,এই বার্তা নিয়ে শ্রীভূমি তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন। এক আসাম সম্প্রীতির আসাম,এই বার্তা নিয়ে সোমবার শ্রীভূমি তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন। এতে তারা,SIR মানছি না মানবো না,ভোটার তালিকার সংশোধনের নামে NRC পুনরাবৃত্তি মানছি না মানবো না,NRC ফাইনাল লিস্ট মান্যতা দিতে হবে দিতে হবে নইলে আমাদের আন্দোলন চলবে চলবে বলে স্লোগানে উত্তাল করে তুলে তারা।