ভারত সরকারের ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে বরাবাজার সরস্বতী ফিলিং স্টেশনে সোমবার দুপুর একটা নাগাদ সিএনজি চালিত চার চাকা গাড়ি কেনার বিষয়ে উৎসাহ দান করতে এক সভা আয়োজিত হয়। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের প্রতিনিধি দল জানান, পেট্রোল-ডিজেলের চাইতে সিএনজিতে গাড়ি চালালে খরচের সাশ্রয় হবে সঙ্গে সঙ্গে পরিবেশ দূষণও রোধ হবে।