অংক যেন সারা মস্তিষ্কে ভরা। কলম ধরলেই যেকোনও অংক মুহূর্তে সমাধান হয় তাঁর কাছে। সারা পৃথিবী তাঁকে চেনে সর্বকনিষ্ঠ অধ্যাপক হিসেবে। যার বয়স মাত্র ১৩ বছর নাম প্রফেসর সুবর্ণো আইজ্যাক বারী।বর্তমানে তিনি অংক নিয়ে বিশ্বব্যাপী নিজের অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রশিক্ষণ দিয়ে চলেছে ছাত্র-ছাত্রীদের। তেমনিভাবে বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ রথবাড়ি এলাকায় মালদা কলেজে এক প্রশিক্ষণমূলক কর্মসূচির মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের ক্লাস নিলেন প্রফেসর সুবর্ণো আইজ্যাক বারী।