আগামী কাল অর্থাৎ ৬ ই সেপ্টেম্বর বিক্ষোভ রেলি, প্রতিবাদী জনসমাবেশ ও কালা দিবস পালনের প্রস্তুতি বিনপুর ১ ব্লক জুড়ে। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত লালগড়, বিনপুর সহ ব্লকের একাধিক এলাকায় মাইকিং, পোস্টারিং ও জনসভার মধ্য দিয়ে হয় প্রস্তুতি। আগামী ৬ ই সেপ্টেম্বর আদিবাসী কুড়মি সমাজের পক্ষথেকে ঝাড়গ্রামে কালা দিবস পালন, বিক্ষোভ রেলি ও প্রতিবাদী জনসমাবেশর ডাক দেওয়া হয়েছে। জানা গেছে টোটেমিক কুড়মি জনজাতির CRI রিপোর্টের কমেন্ট জাস্টিফিকেশন রাজ্য সরকার ২০১৭