পূর্বস্থলী থানার জয়কৃষ্ণপুর গ্রামে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মৃত্যু হল পড়ুয়ার। মৃতের নাম সাদিয়া খাতুন(৯) সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণি ছাত্রী ছিল। সপ্তাহখানেক আগে ঘুমিয়ে থাকা অবস্থায় তার ঘাড়ে ও ডান হাতে বিষধর সাপে কামড়ায়। সাপে কাটার কথা জানতে পেরে পরিবারের লোকজন তাকে Bmch এ ভর্তি করে সেখানে চিকিৎসা চলাকালীন রবিবার তার মৃত্যু হয়। সোমবার দুপুর ৩:৩০ মিনিটে বর্ধমান থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেয়।