রবিবার রাত আটটা নাগাদ মাথাভাঙ্গা সিদ্ধিবিনায়ক গণেশ পূজা কমিটির পক্ষ থেকেগনেশ পূজা উপলক্ষে বিসর্জনের শোভাযাত্রা অনুষ্ঠিত হলো মাথাভাঙ্গা শহরে। বেদিন মাথাভাঙ্গা পোস্ট অফিস মোড় থেকে ডিজে এবং আলোকসজ্জা সহকারে শোভাযাত্রা মাথাভাঙ্গা শহরে পরিক্রমা করে। এরপর গণেশ মূর্তিকে মাথাভাঙ্গা সুটঙ্গা নদীতে বিসর্জন দেওয়া হয়। এই বিসর্জনের শোভাযাত্রা উপলক্ষে মানুষের মধ্যে উৎসাহ ছিল এবং বিভিন্ন পথচরি মানুষ এই বিসর্জনের শোভাযাত্রা উপভোগ করেন।