পলাশীপাড়া বিধানসভার বিভিন্ন এলাকার পুজো মণ্ডপ পরিদর্শন করলেন পলাশী পাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য, মঙ্গলবার অষ্টম এর সন্ধ্যা থেকে বিভিন্ন পুজো পণ্ডপ পরিদর্শন করেন তিনি। রাধানগর, পলাশীপাড়া অভিযাত্রী ক্লাব পলাশীপাড়া আরণ্য ক্লাব পলসনডা, বারুইপাড়া, রানীনগর, গোপীনাথপুর সহ একাধিক পূজা মন্ডপ পরিদর্শন করেন। অষ্টমীর সন্ধ্যা থেকে পলাশীপাড়ার অভিজাতিক ক্লাব এবং মহাত্মা গান্ধী স্মৃতি বিদ্যালয়ে আরণ্য ক্লাবের পূজা মন্ডপে উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়।