ফুচকার আলু সেদ্ধ করার ফুটন্ত গরম জল উল্টে সারা শরীরে পড়ে মৃত্যু হল শিশুর। মৃত শিশুর নাম সূর্য দাস(৬) মেমারি থানার বাগিলাগ্রামে বাড়ি। মৃতে বাবা জীবন দাস জানান তিনি পেশায় ফুচকা বিক্রেতা গত সোমবার তার ছেলে সূর্য দাস মুরগি নিয়ে খেলা করছিল। খেলা করতে করতে আলু সেদ্ধ করার জল তার শরীরের মধ্যে উল্টে যায়। ঘটনায় গুরুতর অগ্নিদগ্ধ হয় সে তাকে উদ্ধার করে প্রথমে মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রেফার করে Bmch এ নিয়ে আসা হলে গতকাল বিকেলে তার মৃত্যু হয়