বাইক ও চারচাকা গাড়ির সংঘর্ষে আহত এক শিশু সহ আরও দুই।শনিবার বিকেল ৫.৩০ টা নাগাদ পথ দুর্ঘটনাটি ঘটে বোরো থানার অন্তর্গত মানবাজার বান্দোয়ান রাজ্য সড়কে ছোট মামড়ো এলাকার শিমূলতল মোড়ের কাছে। স্থানীয় সূত্রে জানা যায় চারচাকা আর্টিকা গাড়ির সাথে বাইকের সংঘর্ষ হয়,ছিটকে পড়ে বাইক আরোহী,এতে গাড়ির ভেতর থাকা এক শিশু ও চালক আহত হয়।পরবর্তীকালে তিনজনকে উদ্ধার করে বোরো থানার পুলিশ বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।