ভারতের স্বাধীনতা সংগ্রামী ধরতি আভা বিরসা মুন্ডা এবং রঘুনাথ মাহাতোর জীবন কাহিনীর নানান চিত্রে সেজে ওঠেছে বরাভূম রেলওয়ে স্টেশন চত্ত্বর। স্বাধীনতা সংগ্রামীদের প্রতি সম্মান জানাতে ভারতীয় রেলের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজন।অভিনব ভাবে সেজে ওঠা বরাভূম স্টেশন চত্ত্বর দেখার জন্য ভিড় জমাচ্ছে স্থানীয়রা।