প্রতিবেশী মহিলাদের স্নানের ভিডিও করার অভিযোগ উঠল কোচবিহার শহরের গোয়ালা পট্টি নিউ ডাবরি এলাকার এক যুবকের বিরুদ্ধে।আর এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার চাঞ্চল্য ছড়ায় এই এলাকায়।অভিযোগ,প্রতিনিয়তই নিজের বাড়ির ছাদের ওপর থেকে প্রতিবেশী মহিলাদের স্নানের ভিডিও মোবাইলে বন্দী করতেন এই যুবক।এদিন এধরনেরই একটি ভিডিও করার সময় হাতেনাতে ধরা পড়ে যান এই যুবক আর এরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।এরপরেই এই যুবক ঘরে থাকা ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।