পূর্ব মেদিনীপুর জেলা দীঘা রেল স্টেশন অন্যতম জনমহল স্টেশন প্রতিদিনই এক্সপ্রেস লোকাল ট্রেন রাজ্যের বিভিন্ন প্রান্তে ভিন রাজ্যে যাতায়াত করে হাজার হাজার পর্যটক দিঘার টিকিট বুকিং এর চাপ বাড়ছে আর তাতেই অনলাইনে টিকিট বুকিং এর একটি অসাধুচক্র করেও করেছেন দিঘা আরপিএফ থানা নজরে আসতে অভিযান চালিয়ে পশ্চিম মেদিনীপুরের মোহনপুর এলাকা থেকে ৩৬ বছরে দীপক সিটকে গ্রেফতার করেদীঘা রেল পুলিশ |তার কাছ থেকে ২৫ হাজার ৬৪৫ টাকার এই টিকিট একটি স্মার্ট ফোন উদ্ধার করেছেন |