কালিয়াচক চৌরঙ্গীতে বামফ্রন্টের ডাকা বন্ধের ব্যাপক প্রভাব পড়ল সকাল আটটা থেকেই। প্রতিদিন যেভাবে জাতীয় সড়কে গাড়ি চলাচল করে সেভাবে চোখেই পরলো না গাড়ি চলাচল। এমনকি বামফ্রন্টের বিভিন্ন ট্রেড ইউনিয়নের কর্মী সমর্থকরাও এদিন সক্রিয়ভাবে পিকেটিং করল কালিয়াচক চৌরঙ্গি সহ গোটা এলাকায়। যার জেরে সকাল থেকেই বন্ধ ছিল কালিয়াচকের অধিকাংশ দোকানপাট।