বেহাল নিকাশি ব্যবস্থার অভিযোগ তুলে প্রবল বর্ষণের মধ্যে পুঞ্চা বাজারে পথ অবরোধ করলো স্থানীয় বাসিন্দারা।শুক্রবার মানবাজার পুঞ্চা রাজ্য সড়ক অবরোধ করেন পুঞ্চার দাস পাড়া ও বৈষ্ণব পাড়া এলাকার বাসিন্দারা।এদিন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুঞ্চা থানার পুলিশ। পরবর্তীকালে আসেন পুঞ্চা ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন অধিকারিক এবং সমস্যা সমাধানের আশ্বাস দিলে প্রায় ৪০ মিনিট পর অবরোধ তুলে নেন অবরোধকারীরা।