গতকাল গোপন সূত্রের খবরের ভিত্তিতে সশস্ত্র সীমা বলের 8 নং ব্যাটেলিয়ান তিনজন ক্যামেরুনের বাসিন্দাকে ধরে ফেলে মিরিক মহকুমার অন্তর্গত পানিঘাটা এলাকা থেকে। এরপর তাদের পানিঘাটা আউটপোস্টের পুলিশের হাতে তুলে দেওয়া। জানা গিয়েছে ওই তিনজন একটি ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে পানিঘাটা এসেছিল। ধৃতদের কাছে পাসপোর্ট থাকলেও ভিসার মেয়াদ উত্তীর্ণ ছিল।