তপন বিধানসভায় শিক্ষক দিবস উপলক্ষে প্রবীণ শিক্ষকদের সংবর্ধনা প্রদান করলেন এলাকার বিধায়ক বুধরাই টুডু। শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ বাড়ি বাড়ি গিয়ে তিনি এই কর্মসূচি পালন করেন। প্রবীণ শিক্ষকদের হাতে ফুলের তোড়া ও উপহার তুলে দিয়ে তাঁদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। দীর্ঘ শিক্ষাজীবনে সমাজ ও প্রজন্মের গঠনে তাঁদের ভূমিকার স্বীকৃতি জানাতেই এদিনের উদ্যোগ বলে জানা গেছে। এলাকার বিভিন্ন প্রান্তে গিয়ে প্রবীণ শিক্ষকদের বাড়িতে গিয়ে এই সংবর্ধনা প্রদান করা হ