মুর্শিদাবাদ, রানিতলা — মুর্শিদাবাদের রানিতলা থানার দাদামাটি গ্রামে ভৈরব নদীতে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো এক কৃষকের। মৃতের নাম গফুর শেখ (৬৫)। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে গফুর শেখ ভৈরব নদী সাঁতরে পার হওয়ার সময় আচমকা স্রোতে তলিয়ে যান। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামে নেমে আসে আতঙ্ক ও শোক। খবর পেয়ে রানিতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিজিৎ ঘোষের নেতৃত্বে পুলিশ প্রশাসন ডুবুরি দল নিয়ে উদ্ধারকাজ শুরু করে। সারাদিন তল্লাশি চালানো হলেও সন্ধ্যা পর্যন্ত