তপন ব্লকের চন্ডিপুর অঞ্চলে অনুষ্ঠিত হল রেনফেড এরিয়া ডেভেলপমেন্ট–ক্লাইমেট চেঞ্জ (RAD-CC) প্রকল্পের কর্মসূচি। শুক্রবার বিকেল ৪টা নাগাদ তপন কিষাণমাণ্ডিতে এই কর্মসূচি সম্পন্ন হয়। কৃষি দপ্তরের সয়েল এন্ড ওয়াটার কনজারভেশন উইং-এর অধীনে প্রকল্পটি রূপায়িত করছেন মালদা সয়েল সার্ভে অফিসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার সঞ্জয় ঘোষ। ইন্টিগ্রেশন অফ ফার্মিং সিস্টেমকে মূল থিম করে ২১২ জন উপভোক্ত