Download Now Banner

This browser does not support the video element.

সাব্রুম: সাব্রুম মহকুমার চাতকছড়ি এডিসি ভিলেজে উপজাতি যুব ফেডারেশনের কনভেনশন সংগঠিত করা হয়

Sabroom, South Tripura | Sep 7, 2025
সাব্রুম মহকুমার চাতকছড়ি এডিসি ভিলেজে উপজাতি যুব ফেডারেশনের কনভেনশন সংগঠিত করা হয়।৭ সেপ্টেম্বর বিকাল ৪ ঘটিকায় পতাকা উত্তোলন ও শহীদবেদীতে মাল্যদানের মাধ্যমে কনভেনশন সংগঠিত করা হয়।এই কনভেনশনে চাতকছড়ি এডিসি ভিলেজ এলাকা থেকে উপজাতি যুব ফেডারেশনের কর্মী সমর্থকগন সামিল হয়।বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা,কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমস্ত শুন্যপদ অবিলম্বে পূরন করা, চাতকছড়ি এডিসি ভিলেজ এলাকার প্রত্যেক পাড়ার রাস্তাগুলি সংস্কার করা, পানীয় জলের সুব্যবস্থা করা
Read More News
T & CPrivacy PolicyContact Us