ধৃতের নাম মহম্মদ সলমন আবিদ আলি মণ্ডল। বর্ধমান থানার কেষ্টপুর এলাকায় তার বাড়ি। স্থানীয় থানার সাহায্য নিয়ে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে শনিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে তাকে মুম্বই নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সাতদিনের ট্রানজিট রিমান্ডের আবেদন জানান মুম্বইয়ের পাইধুনি থানার তদন্তকারী অফিসার রজ্জক শেখ। পাঁচদিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেন সিজেএম। এই সময়ের মধ্যে তাকে মুম্বইয়ের আদালতে পেশ করা হবে।