ফলতা বিধানসভার অন্তর্গত বেলসিংহা ২ দু'নম্বর অঞ্চলের চার নম্বর হল্ট মোড়ে আমরা সবাই কমিটির সার্বজনীন দুর্গোৎসব পুজোর মণ্ডপের শুভ উদ্বোধন করলেন ফলতা বিধানসভার বিধায়ক শঙ্কর কুমার নস্কর উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফলতা বিধানসভা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান।