বুদবুদের মারো গ্রামে মহিলা খুনের ঘটনায় অভিযুক্ত হারু বাগদিকে নিয়ে ঘটনার নাট্য রূপান্তর করলো বুদবুদ থানার পুলিশ। এক সিভিক ভলেন্টিয়ারকে জোসনা বাগদি সাজিয়ে কিভাবে জোসনা বাগদিকে খুন করা হয়েছিল সেই বিষয়ে নাট্য রূপান্তর করা হয় ঘটনাস্থলে গিয়ে।গত ৩১ তারিখ রাত্রে খুন হন বুদবুদের মারো গ্রামের বাসিন্দা জোসনা বাগদী (৩৬)। ঐদিন সন্ধ্যায় তাকে গলা কেটে খুন করে তার প্রেমিক হারু বাগদি।তদন্তে নেমে বুদবুদ থানার পুলিশ হারু বাগদি কে কসবা এলাকা থেকে গ্রেপ্তার করে।