বৃহস্পতিবার সকালে চাষের জমিতে কাজ করতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হলো মেমারির এক ক্ষেতমজুরের। নাম তারু মন্ডল। বয়স আনুমানিক ৪২ বছর। বাড়ি মেমারি পৌরসভার ৩ নং ওয়ার্ডের ভুতুরিয়া মাঠ পাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায় স্থানীয় কোল্ডস্টোরটি বন্ধ হওয়ার পর বেকার হয়ে পড়েছিল দীর্ঘদিন ধরে। বৃহস্পতিবার সকালে শক্তিগড় এলাকায় একটি চাষের জমিতে ক্ষেত মজুরের কাজ করতে গিয়েছিল।