বাক প্রতিবন্ধী এক যুবক ও তার মাকে তাড়িয়ে দিয়ে জোর করে বাড়ি দখলের অভিযোগ উঠল বেশ কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাটি দেগঙ্গা ব্লকের বেলিয়াঘাটা খালপাড়ের ঘটনা। বুধবার বেলা একটা নাগাদ দেগঙ্গা থানা লিখিত অভিযোগ দায়ের করেছেন ফতেমা বিবি নামে বাক প্রতিবন্ধী ঐ যুবকের বোন। ফাতেমার দাবী বেলিয়াঘাটার বাড়িতে মাকে নিয়ে থাকতেন দাদা ও বৌদি। প্রায় ১০-১১ বছর আগে আমার বৌদির অস্বাভাবিক মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত ফরিদ উদ্দিন, আলাউদ্দিন মোল্লা ও শিবনাথ মন্ডল এ