জামজুরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হারাধন স্মৃতি গ্রামীণ মহিলা হাট-এর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত অর্থমন্ত্রী। এই মহিলা হাটের মাধ্যমে গ্রামের মহিলারা তাঁদের হাতে তৈরি পণ্য, কৃষিজ সামগ্রী ও স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে উৎপাদিত দ্রব্য বিক্রির সুযোগ পাবেন। এর ফলে একদিকে যেমন তাঁদের আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধি পাবে, তেমনি গ্রামীণ অর্থনীতিও আরও সমৃদ্ধ হবে। এই অনুষ্ঠানে জেলা সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার উপস্থিত ছিল।