দূর্গাপূজার প্রাক মুহূর্তে দিনহাটা তে ট্রাফিক পুলিশি অভিযান। শুক্রবার রাত আটটা নাগাদ দিনহাটায় বিশেষ অভিযান চালানো হয়। জেলা জুড়ে দূর্গা পূজার প্রাক মুহূর্তে নিরাপদ পথ চলাচল নিশ্চিত করতে কোচবিহার জেলা ট্রাফিক পুলিশ সচেতন অভিযান চালাচ্ছে। জেলা জুড়ে বিভিন্ন পেট্রোল পাম্পে ডিএসপি ট্রাফিকের নেতৃত্বে বিশেষ অভিযান শুরু হয়েছে।অভিযানকালে পাম্পগুলোতে “নো হেলমেট নো পেট্রোল” এবং “নো সিটবেল্ট নো পেট্রোল” ব্যানার লাগিয়ে সতর্কতা জারি করা হচ্ছে।