সকাল থেকেই মেদিনীপুর শহর সংলগ্ন যমুনাবালি এলাকায় বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়িতে চলছিল এডিট তল্লাশি, সকাল থেকেই সারাদিন তল্লাশি চালানোর পর এদিন সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা নাগাদ আরো বেশ কিছু আধিকারিকদের দল উপস্থিত হন সৌরভ রায়ের বাড়িতে। যাদের মধ্যে ছিল মিনিস্ট্রি অফ ফিনান্স আধিকারিকদের দল।। আরো বেশ কিছু কেন্দ্রীয় বাহিনী।। ইতিমধ্যেই বড় কোন তথ্য উঠে আসতে পারে তদন্তে এমনটাই উঠে আসছে সূত্র মারফত।