পূর্ব মেদিনীপুর জেলার রেয়াপাড়া গ্রামীন হাসপাতালে যাওয়ার রাস্তার উপর ভয়ঙ্কর ভাবে যতুগৃহ সাজিয়ে LPG গ্যাসের কাউন্টার,সার দিয়ে সাজানো একটার পর একটা সিলিন্ডার,নেই অগ্নি নির্বাপণ ব্যবস্থা, প্রায় চার শতাধিক LPG ডিলিন্ডার নিয়ে ব্যবসা করেন রেয়াপাড়ার এই যুবক। গৃহস্থের বাড়ি বাড়ি সিলিন্ডার পৌঁছে দেওয়ার মাঝে বেকারত্ব মোচনে ডোমেস্টিক সিলিন্ডার কেটে গাড়িতে LPG গ্যাস ভরার কাজ ও করেন। কেবল বেকার করে খায় বলে পার্শ্ববর্তী দোকান দার রাও ওকেই এই আসাধু ব্যবসায় মনবল যোগায়।তবে এ