হাড়োয়া ব্লকের ভিগের আটি এলাকায় ম্যাক্স বোলেরো গাড়ির ধাক্কায় মালবোঝাই যন্ত্রচালিত ভ্যান উল্টে বিপত্তি।ঘটনায় কেউ হতাহত না হলেও বেশ কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটে হাড়োয়া -গোপালপুর রোডে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বুধবার সকাল দশটা নাগাদ মাল বোঝাই যন্ত্রচালিত ভ্যানটা হাড়োয়ার দিকে আসছিলো,ভিগের আটি এলাকায় একটি ম্যাক্স বোলেরো গাড়ি পিছন দিক থেকে এসে সজোরে যন্ত্রচালিত ভ্যানে ধাক্কা মারে, গাড়ির ধাক্কায় রাস্তার উপর উল্টে যায়