বিভিন্ন রাজ্যে বাংলা ভাষার অপমান ও বাঙালিদের হেনস্থার প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কলকাতা মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে তৈরি করা ধর্না মঞ্চ সেনাবাহিনীর দ্বারা খুলে ফেলা হয়, এরই প্রতিবাদে মঙ্গলবার কোচবিহার শহরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভবানীগঞ্জ বাজার সংলগ্ন এলাকা থেকে মিছিল শুরু হয় এবং শহর পরিক্রমা করে। এই মিছিলে নেতৃত্ব দেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ একাধিক তৃণমূলের জেলা নেতৃত্ব থেকে শুরু করে কর্মীরা ।