প্রসঙ্গত গতকাল সন্ধ্যা থেকেই কৃষ্ণনগর কদমতলা ঘাটে ঠাকুর বিসর্জন পর্ব শুরু হয়। বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে ক্লাব বারোয়ারী গুলি কৃষ্ণনগর কদমতলা ঘাটের উদ্দেশ্যে যায় প্রতিমা নিরঞ্জন এর জন্য। কোতোয়ালি থানার পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং পৌরসভার কর্মীদের সহায়তায় কদমতলা ঘাটে সম্পন্ন হল দুর্গা প্রতিমা নিরঞ্জন। জলঙ্গি নদীতে পরিষ্কার রাখতে ঠাকুর জলে ফেলার সাথে সাথেই পৌরসভার কর্মীরা কাঠামো তুলে পরিষ্কার করে ফেলছিল নদী।