অবৈধ সম্পর্কের জেরে যুবক-যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য বাঁকুড়ার রাইপুরে রবিবার সকালেই চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার রাইপুরে। আমলাপাল গ্রাম থেকে প্রায় ২ কিলোমিটার দূরে ভৈরববাঁকি নদীর ধারের নির্জন জঙ্গল এলাকায় একটি গাছ থেকে এক যুবক ও এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম সত্য মাঝি, বয়স ২৬ পেশায় দিনমজুর ও অবিবাহিত এবং রেবতী মাঝি বয়স ৩৫ । দু’জনের বাড়িই রাইপুরের পেঁছালা গ্রামে।