নিম্নচাপের জেরে নবমী ও দশমীতে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস ছিলই আবহাওয়া দপ্তরের। আবহাওয়া দপ্তরের সেই আশঙ্কা সত্যি করে নবমীর বৃষ্টিতে ভাসলো গোটা দেগঙ্গা ব্লক। বুধবার সাড়ে দশটা নাগাদ আচমকা বৃষ্টিপাত শুরু হয় দেগঙ্গা ব্লকের চাকলা চৌরাশি কলসুর দেগঙ্গা বেড়াচাঁপা সহ বিভিন্ন জায়গায়। মিনিট কুড়ির বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে পূজো প্যান্ডেল গুলো। বিঘ্নিত হয় পুজো পার্বণে। বুধবার সকাল থেকে মুখ ভারি কিছু ছিল আকাশ। সকাল সাড়ে দশটা নাগাদ আচমকা শুরু হয় বৃষ্টি। বৃষ