ওয়েলিংটনের মুখ থেকে আলিয়া বিশ্ববিদ্যালয়, মুসলিম ইনস্টিটিউট, হাজী মোহাম্মদ মহসিন স্কয়ারের সামনে ফুটপাত জুড়ে থাকা ৫০টির বেশি ঝুপড়ি আজ ভাঙ্গা হয়েছে। এই উচ্ছেদ অভিযানে গিয়ে স্বাভাবিকভাবে কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভার আধিকারিকদের স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় কিন্তু তারপরেও ঝুপড়ি উচ্ছেদ চলে। ফের অভিযান চালানো হবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা। রফি আহমেদ কিদওয়াই রোডে ফুটপাত দখল করে এই ঝুপড়িগুলি তৈরি হয়েছিল, সঙ্গে ছিল বেশকিছু হকার স্টলও।