বুধবার দুপুরে বাবলারি পশ্চিম পাড়ার বাসিন্দা স্থানীয় বোর্ড মিলে কর্মরত যুবক তাপস সেন ওরফে রাজু (৩৮) ঘরে এসে শুয়ে পড়ে,এরপর যুবকের বৃদ্ধা মা তাকে দুপুরের খাবার খেতে ঘরে ডাকতে যায়,ছেলের সারা শব্দ না পেয়ে বিষয়টি প্রতিবেশীদের জানায়,পরে প্রতিবেশীরা ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় নবদ্বীপ হাসপাতালে,এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সদস্য অভিজিৎ দত্ত জানান,কি কারণে মৃত্যু তা জানতে অপেক্ষা করতে হবে ময়না তদন্তের রিপোর্টের উপর।