পূর্ব বর্ধমানের কাটোয়া ১ ব্লকের কোশিগ্রামের রাজুয়া গ্রামের খুদে প্রতিভা আতিকা সুলতানা অর্জন করল অনন্য সাফল্য। বয়স মাত্র ১ বছর ৬ মাস, অথচ তার প্রতিভায় মুগ্ধ হলেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এর কর্তৃপক্ষ। এই অল্প বয়সেই আতিকা সহজেই বলতে পারে ২০টি পশু, ১৬টি ফল, ১৩টি সবজি, ১৬টি মানবদেহের অঙ্গ, ৬টি ফুল, ৭টি বার ও ৭টি রঙের নাম। শুধু তাই নয়, মহাকাশের বস্তুর নাম ইংরেজিতে বলতে পারে, পশুপাখির ডাক নকল করতে পারে, এমনকি বাংলা-ইংরেজি ছড়া ও দৈনন্দিন জিনিসের নামও বলে।