মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ বর্ধমানের সভাস্থল থেকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর ,ভোটের আগে পরিযায়ী পাখির মতো আসছেন।আমি চাই আপনি বছরের ৩৬৫ দিন আসুন,কারণ আপনার ফ্লাইট,খাবার আর থাকার খরচ সম্পূর্ণ বিনামূল্যে।তবে আমি রাজ্যের তহবিল থেকে কিছু নিই না।আমি ৭বার সাংসদ ছিলাম,১৪ বছরে ২.৫ লক্ষ টাকারও বেশি পেনশন নিতে পারতাম, কিন্তু এক পয়সাও নিইনি।মুখ্যসচিব এখানে আছেন,আমি যখন কোনও সার্কিট হাউসে থাকি তার সম্পূর্ণ খরচ নিজে দিই।আমি বই লেখার রয়্যালটি দিয়ে নিজের খরচ চালাই