সোমবার বিকেলে দুষ্কৃতিকারী দের হাতে আক্রান্ত হন বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক রাজেশ শুর চৌধুরী। পরবর্তী সময়ে মঙ্গলবার রাতে আক্রান্ত শিক্ষকের পাশে দাঁড়ান বিশালগড় বিজেপি মন্ডলের এক প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন বিশালগড় বিজেপি মন্ডলের মণ্ডল সভাপতি তপন দাস, ওবিসি মোর্চার মন্ডল সভাপতি অমলেশ ঘোষ, মাইনরিটি মোর্চার মন্ডল সভাপতি ফেরদৌস মিয়া সহ অন্যান্যরা।