রামচন্ডী থেকে কুলিছড়া পর্যন্ত বেহাল রাস্তা " মুখ্যমন্ত্রী পকিপথ নির্মাণ আচনির" অন্তর্ভুক্ত হয়ে সরকারি অনুমোদন লাভ করে।এনিয়ে শুক্রবার বিকেলে এবিষয়ে স্থানীয়দের অবগত করে তাদের সঙ্গে মিলিত হয়ে এক আলোচনা করেন রামচন্ডি নিমাইচান্দপুর জেলা পরিষদ সদস্য দিলোয়ার হুসেন বড়ভুইয়া।আর খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে এতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।