মঙ্গলবার দুপুর নাগাদ CITU তেঃমুড়া মহকুমা কমিটির পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হয় তেঃমুড়া CPIM পার্টি অফিসে। উপস্থিত ছিলেন CPIM তেঃমুড়া মহাকুমা কমিটির সম্পাদক সুভাষ নাথ, প্রাক্তন পরিবহন মন্ত্রী মানিক দে-সহ অন্যান্যরা। এদিনের সম্মেলনে শ্রমিকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সম্মেলন শেষ হয় মঙ্গলবার দুপুর ৩ঃ৩০ মিনিট নাগাদ। সম্পাদক ও সভাপতি হয় সুবীর সেন ও রমেন্দ্র নাথ।