রক্তের সংকট দূরীকরণের লক্ষ্যে ঝাড়গ্রাম শহরে আয়োজিত হল রক্তদান শিবির। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের রঘুনাথপুর এলাকার অফিসার্স ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় রক্ত সংগ্রহ করা হয়। জানা গিয়েছে, এদিনের রক্তদান শিবিরের স্বেচ্ছায় ৫০ জনের রক্তদানের লক্ষ্যমাত্রা ছিল। এদিনের শিবিরের রক্তদান করেন ঝাড়গ্রাম শহর তৃণমূলের শহর সভাপতি তথা ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নবু গোয়ালা।