Canning 1, South Twenty Four Parganas | Sep 7, 2025
ক্যানিং মহকুমার মোট তিনটি স্কুলে রবিবার এসএসসি পরীক্ষা কেন্দ্র হয়েছিল। বারশোর বেশি পরীক্ষার্থী এদিন এসেছিলেন পরীক্ষা দিতে। ক্যানিংয়ের তিনটি কেন্দ্র তালদি মোহনচাঁদ হাইস্কুল, ক্যানিং ডেভিড সেশুন হাইস্কুল ও ক্যানিং দ্বারিকানাথ বালিকা বিদ্যালয় স্কুলে সুষ্ঠ ভাবেই পরীক্ষা শেষ হয়। কোথাও কোন অসুবিধা হয়নি পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষা দিতে এসেও পরীক্ষার্থীদের কোথাও অসুবিধার মধ্যে পড়তে হয়নি। তবে এদিন ক্যানিং ডেভিড সেশুন হাইস্কুলে ৪৩২ জন পরীক্ষার্থীর সিট পড়লেও ১৯ জন