টানা কয়েকদিনের বৃষ্টিতে ফের বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা ঘাটাল জুড়ে আজ সকাল থেকে বাড়তে শুরু করেছে কেঠিয়া এবং ওল্ড শিলাবতীর বিভিন্ন খাল গুলিতে জলস্তর। এর পাশাপাশি যদি জলাধার গুলি থেকে জল ছাড়া শুরু হয় তাহলে হয়তো ষষ্ঠবারের জন্য বন্যায় ভাসতে চলেছে ঘাটাল।