বুধবার তুফানগঞ্জ দুই ব্লকের রামপুর এক গ্রাম পঞ্চায়েতের নাজিরন দেওতি খাতা এলাকায় গুণীজনদের সংবর্ধনার মধ্য দিয়ে এই শোভাযাত্রা সমাপ্ত ঘটে। এদিন তুফানগঞ্জ পঞ্চানন পার্ক থেকে এই শোভাযাত্রাটির উদ্বোধন করেন পঞ্চানন গবেষক তথা বিশিষ্ট প্রাক্তন শিক্ষক গিরেন্দ্রনাথ বর্মন। তুফানগঞ্জ থেকে বারোবিশা হয়ে নাজিরণ দেবতি খাতা এলাকায় মোট আটটি মূর্তিতে মাল্যদান করেন তারা।।