অমৃত মিত্র প্রকল্পের মাধ্যমে বৃক্ষরোপনের উদ্যোগ। মহিলাদের জন্য গাছ, এই প্রকল্পের আওতায় ইংরেজবাজার পুরসভা এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে কর্মশালার আয়োজন করল ইংরেজবাজার পুরসভা। মঙ্গলবার মালদা টাউন হলে কর্মশালার আয়োজন করা হয়।শহরকে সবুজায়নের লক্ষে ৬৬৯ জন মহিলা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছেন।পুরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা জানান, কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের অধীনে ইংরেজবাজার পৌরসভা সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে।