পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদা তে গঙ্গাধর একাডেমী প্রাঙ্গণে ব্লক তৃণমূল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে শিক্ষক দিবস পালন করা হলো শনিবার। সেদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট, ডিপিএসসি চেয়ারম্যান অনিমেষ দে, মিহির চন্দ্, লক্ষ্মীদাস অট্ট সহ অন্যান্যরা।