আগামী ৩১শে আগষ্ট লাভপুরে রয়েছে ভাষা আন্দোলন নিয়ে একটি প্রতিবাদ কর্মসূচি সে নিয়েই আজ অর্থাৎ মঙ্গলবার বিকেলে লাভপুরের ঠিবা অঞ্চলের বলরামপুর গ্রামে তৃণমূলের বুথ কর্মী দের নিয়ে একটি আলোচনা সভা ও প্রস্তুতি বৈঠক হয়ে গেল সংশ্লিষ্ট এলাকায়।এর পাশাপাশি এদিনই ওই গ্ৰামে একটি তৃণমূলের দলীয় কার্যালয়েরও উদ্বোধন হয়ে থাকে। উপস্থিত ছিলেন- বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা ঠিবা অঞ্চলের অবজার্ভার আব্দুল মান্নান, অঞ্চল সভাপতি সাহিন কাজী অঞ্চলের সহ সভাপতি।