মনুবাজার শ্রীনগর রাস্তাটি দ্রুত সংস্কারের দাবিতে পোয়াংবাড়ীতে শ্রীনগর মনুবাজার রাস্তা অবরোধ করেন সিপিআই(এম)।২ জুন বেলা ১২ ঘটিকায় সিপিআই(এম) শ্রীনগর, রাজনগর,পোয়াংবাড়ী অঞ্চল কমিটির উদ্যোগে রাস্তা অবরোধ করেন।জানা যায় গত বৎসর আগষ্ট মাসে বন্যায় মাটি ধস পরে শ্রীনগর মনুবাজার রাস্তার ব্যপক ক্ষতি হয়।অনেক জায়গা দিয়ে রাস্তাটি খারাপ হয়ে যায়।রাস্তাটির অনেক জায়গায় মাটি সরে যায় এবং যান চলাচলে সমস্যা সৃষ্টি হয়।দীর্ঘ দিন হয়ে যাওয়ার পরও রাস্তাটি সংস্কার করা হয় নি